মো:শুকুর আলী,স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে ভারতে তৈরি ৭টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
২২ অক্টোবর রাত র্যাব-৯ সিলেটের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, সেনাবাহিনী ও র্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর চৌকস টিম নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর আঞ্চলিক সড়ক সংলগ্ন রাধানগর বাজার পয়েন্টে অভিযান চালায়।
এ অভিযানে ভারতের নাগপুরের ইয়েনভেরায় তৈরি (৭টিঁ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার করেন।
জব্দ তালিকা মূলে আলামত হস্তান্তর পূর্বে র্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের অভিযুক্ত করে সোমবার রাতে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।এইদিকে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে ৬টি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২২ অক্টোবর সন্ধ্যায় এ ব্যাপারে সুনামগঞ্জের তাহিরপুর থানায় র্যাবের অফিসার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।মঙ্গলবার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানায়, র্যাব -৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি চৌকস টিম নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জেলার তাহিরপুরের লাউরগড়-চাঁনপুর সীমান্তবর্তী বড়গোপ টিলায় মঙ্গলবার ২২ অক্টোবর দুপুরে অভিযান চালায়।
অভিযানে টিলার মাঠের পশ্চিমে পড়ে থাকা সাদা কসটেপে মোড়ানো ৬টি উচ্চ ক্ষমতা (ডেটোনেটর) সম্পন্ন বিস্ফোরক জব্দ করে র্যাবের ওই টিমের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় দি এক্সক্লুসিভ সাবসটেনসেস অ্যাক্ট ১৯০৮ ধারায় র্যাবের ওই অভিযানে থাকা এসআই মো: নুরুল ইসলাম বাদী হয়ে তাহিরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ