এম. কে. জাকির হোসাইন বিপ্লবী: সুনামগঞ্জের মা ও মাটির সন্তান। জগন্নাথপুরের কৃতি সন্তান বিশিষ্ট কবি সাহিত্যিক ও সমাজ সেবক শাহ্ মোঃ সফিনুর ভাই। সাহিত্য অঙ্গনের কবিদের হৃদয়ে আলোচিত নাম। এযুগের সাহিত্যের কিংবদন্তি বলা যায় তাকে। সুষ্ঠ সাংস্কৃতিক ও দুর্নীতিমুক্ত সাহিত্য অঙ্গন গড়ার ভাষ্যকার। ওনার দাবি একটাই বাণিজ্য মুক্ত সাহিত্য অঙ্গন চাই। চারিদিকে যখন সাহিত্য অনুষ্ঠানের নামে ব্যবসা চলছে, ঠিক সেই সময় শাহ্ মোঃ সফিনুর ভাই ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম নামক সংগঠনের মাধ্যমে অবহেলিত সাহিত্য সমাজের দিকে সম্মানের হাত বাড়িয়ে দিয়েছেন। আর তার বাস্তব বহিঃপ্রকাশ পায় ২০২২ সালের ২৬ শে ডিসেম্বর ইউ এস এ বাংলা কর্তৃক অনুষ্ঠানে। সাহিত্যের প্রতি সফিনুর ভাইয়ের প্রেম সাহিত্য সমাজকে মুগ্ধ করেছে। সুদূর আমেরিকা থেকে এসে অবহেলিত কবি সাহিত্যিকদের পাশে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করে কবিদের হৃদয়ে ঠাই করে নিয়েছে। কবি সাহিত্যিকদের প্রতি ওনার ত্যাগ ও ভালোবাসা সচেতন সাহিত্য সমাজে ইতিহাস হয়ে থাকবে। সাহিত্য অঙ্গনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ওনার মতো কলম সৈনিকের নাম। সফিনুর ভাই সম্পর্কে আমার কিছু কথা :- আমার দৃষ্টিতে শাহ্ মোঃ সফিনুর থেকে নাম নয় একটি ইতিহাস। একটি গল্পকথা, একটি প্রবন্ধ ইত্যাদি অনেক কিছু। যা লিখে শেষ করার মতো ভাষা আমার জানা নেই। অনেক কবি সাহিত্যিকদের প্রশ্ন আমি কেন সফিনুর ভাইকে নিয়ে লেখালেখি করি? তাই বলছি, আমি যেদিন প্রথম উনার সাথে কথা বলেছি,তখন ওনার মাঝে অবহেলিত সাহিত্য সমাজের প্রতি যে প্রেম দেখতে পেয়েছি, আমি মুগ্ধ হয়েছে। সেদিন থেকেই ওনাকে আমি ভালোবাসি। অনুষ্ঠান শেষ হলো ওনি আমেরিকা চলে গেলো,কিন্তু রয়ে গেল ভালোবাসার বন্ধন। মাঝে- মাঝে অসাধু সাহিত্যিকদের কে নিয়ে উনার সাথে কথা হয়। ওনার স্বপ্ন দুর্নীতিমুক্ত ও বাণিজ্য মুক্ত সাহিত্য অঙ্গন। সেই জন্য ওনি সচেতন সাহিত্য সমাজের সহযোগিতা চায়।আমি বলেছি ওনি যখন আহ্বান করবেন, আমরা যারা সাহিত্যকে ভালোবাসি তারা সবাই ওনার ডাকে সাড়া দেবো।এদেশের মাটি থেকে সাহিত্যকে কলঙ্ক মুক্ত করে সাহিত্যিকদের সোনার বাংলা গড়বো।সম্মাননা নামে কখনো টাকা দেবো না। অনুষ্ঠানের নামে ব্যবসা হবে সেটা আমরা সচেতন সাহিত্য সমাজ করতে দেব না। আমি চাই সফিনুর ভাইয়ের সাথে আমরা সবাই কাজ করব। সফিনুর ভাইয়ের সংগঠন মানে আমাদের সংগঠন। সফিনুর ভাইয়ের বিজয় মানে সাহিত্যের বিজয়। আমি গর্বিত, সুনামগঞ্জের সোনার মানুষ সফিনুর ভাইয়ের মতো মহৎ সাহিত্য প্রেমিকের ভালোবাসা পেয়েছি। আমি বলতে বাধ্য সুনামগঞ্জের মাটিতে শুধু সোনার ফসলের চাষ হয় না, সোনার মানুষেরও জন্ম হয়। শিল্পী সম্রাট শাহ্ আব্দুল করিম, হাসান রাজা, রাধরমন দত্ত, দূরবীন শাহ সহ আরো অনেকের জন্ম হয়েছে। সুনামগঞ্জবাসী ধন্য যুগে যুগে সুনামগঞ্জের মাটিতে সোনার মানুষের জন্ম হয়।শাহ মোঃ শফিনুর ভাই আমার দৃষ্টিতে এমনই একজন সোনার মানুষ। যিনি সুনামগঞ্জের সুনাম রক্ষা করেছেন। এশিয়া মহাদেশের সাহিত্যিকদের ভালোবাসা অর্জন করেছেন। আমি এদেশের সচেতন সাহিত্য সমাজকে সাহিত্যকে কলঙ্ক মুক্ত, দুর্নীতিমুক্ত, ও বাণিজ্য মুক্ত সাহিত্য সমাজ গড়ার আহ্বান জানিয়ে আমার আজকের প্রতিবেদন সমাপ্ত করলাম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ