সুনামগঞ্জ প্রতিনিধি:
আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব মুসলিম উম্মাহ’র সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষের মধ্যে বইছে খুশীর গন জোয়ার।
বৃহস্পতিবার ঈদের দিন সকাল সাড়ে ৮ টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। কেন্দ্রীয় ঈদগাহের নামাজে অংশ নেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ সাদিক, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নোমান পলিন বখত, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ সহ সামাজিক,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুনামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও পৌর শহরের সবচেয়ে বড় জামাত লক্ষণশ্রী ঈদগাহ (তেঘরিয়া) ময়দানে নামাজ আদায় করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। নামাজ শেষে মোনাজাতের দেশ ও জাতির মঙ্গল কামনা করে কান্নায় ভেঙে পড়ে মুসল্লিরা। সারা মুসলিম উম্মাহ সহ ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য দোয়া করা হয়। এরপর কোলাকুলি করে একে অন্যের সাথে ঈদের কুশল বিনিময় করেন।
ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় মানুষকে স্বাগত জানানোর জন্য নির্মাণ করা হয়েছে সুসজ্জিত শুভেচ্ছা গেইট। আলোয় সাজানো হয়েছে বিভিন্ন সরকারি – বেসরকারি দপ্তর। ভোর হতে বিভিন্ন পাড়া-মহল্লায় নতুন ঈদের নতুন কাপড় পড়ে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। সড়কের ধারে ও ঈদগাহের কাছে বসেছে ছোট ছোট মেলা। ঈদকে ঘিরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও ঈদগাহ ময়দানের সামনে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সব মিলিয়ে উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হচ্ছে ঈদুল ফিতর।