সুনামগঞ্জ প্রতিনিধি।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- ২০২৪ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলায় সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে ) বিকাল ৪টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের ইপিআই ভবনের কনফারেন্স হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা.আহম্মদ হোসেনের সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- জেলা সিভিল সার্জন এর কো-অর্ডিনেটর ডা: রাজেশ সিংহ মিঠুন।
তিনি জানান,আগামী ১ জুন সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭শ’ ৫০ জন (১২-৫৯) মাস বয়সী শিশুদেরকে এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১২ উপজেলার ৮৮টি ইউনিয়ন ও চারটি পৌরসভার ২হাজার ১৬৬টি টিকাদান কেন্দ্রে ৩হাজার ৫শ’৯২ জন স্বেচ্ছাসেবী একযোগে শিশুদের টিকা খাওয়াবেন।
সুনামগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনার জন্য একটি মনিটরিং টিম সার্বক্ষনিকভাবে কন্ট্রোলরুম থেকে সকল কার্যক্রম মনিটরিং করবেন। এতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছেন সিভিল সার্জন এর কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিঠুন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।