মিজানুর রহমান সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলায় সুদের যন্ত্রণায় অতিষ্ট হয়ে আত্নহত্যা করেছেন এক মহিলা। তিনি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের অফিস সহায়ক গীতা রানী তালুকদার (৪৫)। গত মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সুনামগঞ্জ উপজেলা পরিষদের দায়িত্বরত সহকর্মীরা জানিয়েছেন, পারিবারিক অশান্তি লাগবে সুদখোরদে কাছ থেকে সুদে টাকা ধার এনে পরিবার পরিজনদের নিয়ে কুনরকম জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু সুদখোরদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কীটনাশক খেয়ে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় সদর উপজেলা কমপ্লেক্সে শোকের ছায়া নেমে আসে। বুধবার সন্ধ্যায় শহরের ধোপাখালি শ্মশানঘাটে শেষকৃত্য হয় গীতা রানী তালুকদার’র।
সরেজমিনে জানাযায়, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মাস্টাররোলে চাকুরি করছেন গীতা রানী তালুদার। তিনি উপজেলা পরিষদের চতুর্থ শ্রেণির কোয়ার্টারে দুই মেয়ে, এক ছেলে ও স্বামীসহ বসবাস করতেন। সদালাপী গীতা অফিসের সকলের কাছেই প্রিয় ছিলেন। তিনি গত দুই মাস আগে বড় মেয়ের বিয়ের কাজ সম্পন্ন করেন।এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনও, ভাইস চেয়ারম্যান ও অফিসের স্টাফরাও এই বিয়েতে আর্থিক সহায়তা দেন। এ বিয়েতে সুদখোর ও এনজিও’র কাছ থেকেও ঋণ নিয়ে সম্পুর্ন টাকা খরচ করেন তিনি। সম্প্রতি সুদখোররা পাওনা টাকার জন্য চাপ দিতে থাকেন। গত মঙ্গলবার সকাল সাতটায় কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন গীতা রানী। পরিবারের লোকজন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারদের জানান বিষ খেয়েছেন তিনি। দ্রুত অবস্থার অবনতি ঘটলে রাতে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওখানেই মঙ্গলবার গভীর রাতে মৃত্যুরকুলে ডলে পরেন তিনি।
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া জানান, আমরা খুবই ব্যতীত ও খুবই মর্মাহত। সুদের টাকার জন্য গীতা আত্মহত্যা করবে এটি মেনে নিতে পাচ্ছি না। আমারা জানতে পারলে অবশ্যই সহযোগিতা করতাম, পাশে দাঁড়াতাম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল ঘটনা শুনেই ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। তিনি বললেন, এই ঘটনায় আমি খুবই মর্মাহত। গীতাকে আমরা অফিসের সকলে মমতার চোখে দেখতাম। শুনেছি, সুদখোরদের যন্ত্রণায় আত্মহত্যা করেছেন গীতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান জানান, এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ