স্টাফ রিপোর্টার::
হাউসবোট মালিক সমিতি সুনামগঞ্জ জেলা কমিটি গঠন হয়েছে। সম্প্রতি ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জল নিবাস দুই এর মালিক মো. আরাফাত হোসাইন আকন্দকে সভাপতি, বজরা হাউসবোটের মালিক মো. নাইমুল হাসানকে সাধারণ সম্পাদক ও গাংচিল হাউসবোটের মালিক আতাউর ইশতি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও কমিটির দপ্তর সম্পাদক করা হয়েছে নবাব হাউসবোটের মালিক দীপ বনিক, উন্নয়ন সম্পাদক জলপদ্ম হাউসবোটের মালিক আশিক পান্ডা, কোষাধ্যক্ষ ব্ল্যাকপাল হাউসবোটের মালিক মাইনুদ্দিন ফারুক।
অন্যান্য সদস্যরা হলেন, শোয়েব সুমন, হাসান সারোয়ার, রাশিব আহমেদ, মাসুম, ডা. সাগর ও ইমন।
নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত হোসাইন আকন্দ বলেন, স্থানীয় মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে পর্যটকদের সবোর্চ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি। আগামী ১ কবছর স্থানীয় মানুষদের কর্মসংস্থান, হাওরের জীববৈচিত্র্য রক্ষা করে পরিবেশবান্ধব পর্যটন ও নিবন্ধনকৃত নৌ মালিকদের কল্যাণে কাজ করবে আমাদের কমিটি। এক্ষেত্রে সবার সহযোগিতার আশা করেন তারা।
জানাযায়, তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা এই সেক্টরে প্রতিনিয়ত উন্নত হচ্ছে সেবার মান এবং গড়ে উঠছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত হাউজবোট। দেশে বর্তমানে ১০০ টিরও বেশি আধুনিক হাউজবোটে জলজীবন উপভোগ করছেন দেশ বিদেশের পর্যটক।নিজেদের মান উন্নয়ন এবং নিরাপত্তার বিষয় মাথায় রেখে
প্রথমবারের মতো হাউজবোট মালিকদের নিয়ে গঠিত হলো হাউজবোট মালিক সমিতি। গতবছর আংশিকভাবে কমিটি গঠন করে কাজ শুরু করা এই সমিতি এ বছর পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রায় ৬০ টি হাউজবোট মালিকের উপস্থিতিতে নির্বাচনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ