নিজস্ব প্রতিনিধি: হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্টের লতিফা কমিউনিটি সেন্টারে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আলোচনা সভা শেষে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি সিনিয়র আইনজীবী এড. শহীদুজ্জামান চৌধুরী, কার্যকরি সভাপতি সিনিয়র আইনজীবী এড. স্বপন কুমার দাশ রায় ও সাধারণ সম্পাদক পদে বিজন সেন রায়’কে নির্বাচিত করা হয়েছে। সংগঠনের কার্যকরি সভাপতি এড. স্বপন কুমার দাশ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এমাদ উল্লাহ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিনিয়র আইনজীবী এড. শহীদুজ্জামান চৌধুরী, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, কবি ও লেখক সুখেন্দু সেন, মৌলভীবাজার জেলার শাহাদাৎ হোসাইন, হবিগঞ্জ জেলার চৌধুরী মিজবাহুল বারী, সিলেট জেলার সেলিম চৌধুরী, নেত্রকোণা জেলার মোনায়েম খান, হবিগঞ্জ জেলার সেলিম চৌধুরী, সুনামগঞ্জ জেলার ইয়াকুব বখত বাহলুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ সদর উপজেলার সাংবাদিক শহীদ নুর আহমদ, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, সিলেটের এড. সুব্রত দাস, জামালগঞ্জ উপজেলার অঞ্জন পুরকায়স্থ, মোঃ মিজবাহ উদ্দিন, দিরাই উপজেলার সামছুল ইসলাম সর্দার, ছাতক উপজেলার জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ উপজেলার আবু সাঈদ, নজরুল ইসলাম, রাধিকা রঞ্জন তালুকদার, অরুন কান্তি দাস। আলোচনা সভাশেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে উপস্থিতির সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করেন কার্যকরি সভাপতি এড. স্বপন কুমার দাশ রায়। আলোচনা সভা চলাকালীন সময়ে একজন সৃজনশীল সংগঠক হিসেবে বিজন সেন রায়কে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান নেতৃবৃন্দর।