সিলেট অফিস::
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সুনামগঞ্জ আমার বাড়ি। এখানে এলে প্রশান্তি পাই। তাই বার বার সুনামগঞ্জ ফিরে আসি। তিনি বলেন, পুলিশে এখন প্রচুর জনবল রয়েছে। লজিস্টিক সাপোর্ট রয়েছে। সেবার দরজা এখন খোলা। তাই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে।শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পুলিশ প্রধান আরোও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর সদস্যদের দেশে বিদেশে ট্রেনিং দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের যুগোপযোগী করে গড়ে তুলেছেন। যার ফলে দেশে যখন যে কোনও ঘটনা ঘটলে তথ্য প্রযুক্তি ও সক্ষমতা দিয়ে পুলিশ তাৎক্ষণিক সেটার ব্যবস্থা করতে পারে।পুলিশ প্রধান আরোও বলেন, পুলিশের সকল মেধা সকল শ্রম ব্যয় হবে মানুষের কল্যাণে। আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত। চোরাচালানি রোধে পুলিশ কঠোর রয়েছে। অপরাধের সাথে পুলিশ যুক্ত থাকলে আমাদেরকে জানান। আমরা ব্যবস্থা নেবো। এছাড়া ৯৯৯ এ সেবা নেয়ার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী। পরে সুনামগঞ্জ সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিনসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা সুনামগঞ্জের কৃতিসন্তান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন