সোহেল রানা প্রতিনিধি পাইকগাছা খুলনা
সুন্দরবনে বাঘের আক্রমণে এক মৌয়াল নিহত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। তবে শনিবার সকালে স্বজনদের খবর দেন সঙ্গে থাকা মৌয়ালরা।
নিহত মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত. কাশেম গাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানান । সকালে খবর পেয়েছি বাঘের আক্রমণে তিনি নিহত হয়েছেন। মরদেহ নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন সঙ্গে থাকা মৌয়ালরা।
গাবুরা ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীরা
বলেন, ২৪ দিন আগে একসঙ্গে দশ জন মৌয়াল মধু সংগ্রহ করতে সুন্দরবনে যায়। সুন্দরবনের ভারতীয় অংশে বাঘের আক্রমণে বাচ্চু গাজী নিহত হয়েছে। তারা মধু কাঁটতে কাঁটতে সুন্দরবনের ভারতীয় অংশে গিয়েছিল। নৌকার মাঝি এ খবর মুঠোফোনের মাধ্যমে জানিয়েছে। তবে ফিরে আসা সঙ্গীরা জানান একাকী মধু খোঁজার সময় ঝোঁপের আড়ালের পিছন থেকে বাঘ ঝাঁপিয়ে পড়ে ঘাড় কামড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পাশের অদূরে থাকা সঙ্গীরা লাশ ছিনিয়ে নেন। ততক্ষণে মৃত্যু হয় মনিরুজ্জামান বাচ্চুর।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা ইকবাল হুসাইন চৌধুরী জানান, বাঘের আক্রমণে মৌয়াল নিহতের খবর শুনছি। তবে এখনও নিশ্চিত হতে পারিনি।