দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা:
সুন্দরবন থেকে ৩মণ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ। ১১জুন, মঙ্গলবার ভোরে সুন্দরবনের খুলনা রেঞ্জের শাকবাড়ীয়া টহল ফাঁড়ির আওতাধীন চালকি নদীর দুই সতিনির খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এসময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়। বন বিভাগ জানায়, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল ও শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ৩ মণ ১০ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানান, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ