স্টাফ রিপোর্টার: পুরান ঢাকার সুত্রাপুর থানা এরিয়া বাংলাবাজার কে বইয়ের রাজ্য বলা চলে বাংলাবাজার ও তার আশপাশ জুড়ে রয়েছে বই তৈরির অনেক কারখানা হঠাৎ গুঞ্জন শোনা যায় মঙ্গলবার বিকেলে লালকুঠি এরিয়া থেকে ইন্টারনেট পাবলিশার্স এর এক ভ্যান বই ছিনতাই হয়। বৃহস্পতিবার ভোরবেলায় আনুমানিক চারটায় সুত্রাপুর থানা এরিয়া ঘুষের গল্লিতে পরিত্যক্ত অবস্থায় ভ্যান সহ বই গুলো পাওয়া যায়। সুত্রাপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং ঘটনা স্থল থেকে এসআই জহিরুল ও এসআই কাইয়ুম বইসহ ভ্যান থানায় উদ্বার করেন।
পাবলিশার্স নিশ্চিত করে বেলা দুইটার দিকে বই বুজে নেন ইন্টারনেট পাবলিশার্স