স্টাফ রিপোর্টার:
Sufi Unity For International Solidarity (SUFIS)র উদ্যোগে ও বিদ্রোহী The Nazrul Centre এর সহযোগিতায় "স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার গত (১৪ জানুয়ারী) রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন সূফীজ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) সাম্মানিত চেয়ারম্যান শাহজাদা ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভান্ডারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ড. আনিসুজ্জামান। সেমিনারে প্রধান আলোচক হিসেবে মূল প্রসঙ্গ উপস্থাপন করেন আমেরিকার প্রখ্যাত চিকিৎসাবিদ, খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞ, মানবিক দার্শনিক ডা: চার্লস ডেভিড। তিনি লাইফ স্টাইল ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে Lifestyle Change, খাদ্যাভ্যাস পরিবর্তন, পুষ্টিকর খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্য পরিহার, মেডিসিনের অধিক নির্ভরশীলতা কাটানো এবং ডায়বেটিস নিয়ন্ত্রণ সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা দেন। তিনি White Poison তথা চিনি সম্পূর্ণভাবে পরিহার করার পরামর্শ দেন। তিনি আরো বলেন, শুধু মাত্র খাদ্যাভ্যাস পরিবর্তন করে ৭৫% রোগ ও শারীরিক জটিলতার সমাধান সম্ভব। ডক্টর সাইফুদ্দীন আহমদ এ সময় নিশ্চিত করেন যে ভবিষ্যতে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করা হবে৷ তিনি আরো বলেন, সূফীদের জীবনের অন্যতম একটি দিক হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ না করা। তাই সূফীদের আদর্শ অনুসরণ করেও আমারা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি।
মিরপুর ১ সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারির ব্যক্তিগত কার্যালয়ে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্রোহী The Nazrul Centre এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ আতা উল্লাহ খান, বিশিষ্ট নজরুল গবেষক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর শহীদ মনজু শাহজাদা সৈয়দ মেহবুব এ মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ মাশুক এ মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ হাসনাইন এ মইনুদ্দীন। সেমিনারে আরো উপস্থিত ছিলেন জাতীয় জাগো জয়িতা ফাউন্ডেশন এর সভাপতি মমতা রোজারিও, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো: আবু ইউসুফ, রাজনীতিবি শামসুল আলম চৌধুরী সুরমা ভাই, রাজনীতিবিদ এস এম রশিদুল আলম, আব্দুর রহিম, মো: শরিফুল ইসলাম, মিরানা জাফরিন চৌধুরি, মো: ইব্রাহিম মিয়া, আজমাঈন আসরার, শান্ত খান প্রমুখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ