নিজস্ব প্রতিনিধি : নেত্রকোণা কলমাকান্দা উপজেলায় ভারত থেকে অবৈধপথে আনা কম্বল পাচারের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করে সেনাবাহিনী। জব্দকৃত ৩৫২ পিস কম্বলের আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।
গত রোববার ভোরে ৩টার দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পুলিশ কনস্টেবল মোঃ আল আমিন মিয়া (৩০) ও আব্দুল আলিম (৪৫)।