নিজস্ব প্রতিবেদক:
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ। ফলে সিটে বসা নিয়ে যাত্রীদের কয়েক দফা সং*ঘর্ষে*র ঘটনা ঘটে।
রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে টেকনাফ থেকে ছেড়ে আসার পথে এই সং*ঘর্ষ হয়। যাত্রীরা জানায়, জাহাজের ধারণ ক্ষমতা ১২০০ থাকলেও লোক নেয়া হয়েছিল অনেক বেশি। এছাড়া একই সিট একাধিক মানুষের কাছে বিক্রি করায় যাত্রীদের মধ্যে সিটে বসা নিয়ে সংঘর্ষ হয়।
এ বিষয়ে জাহাজের পরিচালক জানান, কর্ণফুলী জাহাজটি যান্ত্রিক সমস্যার পড়ায় এই জাহাজে করে অতিরিক্ত যাত্রী নিয়ে আসতে হয়েছে। তাই এই সংঘর্ষের ঘটনা ঘটে।