সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু : ঈদকে কেন্দ্র করে নীলফামারীর সৈয়দপুরে লোকসমাগম বৃদ্ধি পেয়েছে। শহরের প্রতিটি মার্কেটে ক্রেতারা এখন দিন-রাত কেনাকাটা করছেন। এই সময়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্য রমজান থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চালু করেছেন সৈয়দপুর থানা পুলিশ। আসন্ন ঈদ উদযাপনে অপরাধী চক্রের যে কোন অপতৎপরতা ঠেকাতে পুলিশের ১০টি টহল টিম নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই, পকেটমার ও প্রতারক চক্রের তৎপরতা বেড়ে যায়। অপরাধীদের দৌরাত্ম রোধে পুলিশের ১০টি টহল টিম মাঠে নামানো হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস, শপিং দোকান ও মার্কেটসহ যেসব স্থানে ব্যাপক লোকসমাগম হয়, এমন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও নারী ক্রেতা সমাগম বেশী এমন মার্কেটগুলোতে নারীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ১ প্লাটুন বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। দশটি টিমের মধ্যে রয়েছে মোবাইল টিম ২টি, মোটরসাইকেল টিম ২টি, গ্রামাঞ্চল টহলে
১টি, সদর ও গোলাহাট পুলি ফাঁড়ির ২টি ও অতিরিক্ত পুলিশের ২টি টিম। সবকটি টিমের নেতৃত্বে রয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত কর্মকর্তার ১টি তদারকি টিম। এসব টিম শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে বাইপাস রাবেয়া মিল এলাকা, কামারপুকুর বাজার থেকে পার্বতীপুর সড়কের চৌমুহনী বাজার এলাকা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টহলে নিয়োজিত রয়েছে। শহরের জনসমাগম মার্কেট, গুরুত্বপূর্ণ স্থান ও ব্যস্ততম সড়কে মোতায়েন রয়েছে পুলিশ ও মোটরসাইকেল টিম। উপজেলার পাঁচ ইউনিয়নে হাট-বাজার ও গ্রাম এলাকায় অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে ১টি টিম। ঈদ বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদের গভীর রাত পর্যন্ত চলাচল নির্বিঘ্ন করতে নৈশ টহল কার্যকর রয়েছে। রবিবার রাতে বোতলাগাড়ি পোড়ারহাটে কথা হয় খানসামা উপজেলার পাকেরহাট থেকে ঈদের কেনাকাটা করতে আসা চাকুরিজীবী লুৎফর রহমানের সাথে। তিনি বলেন, এরআগে শহরের কেনাকাটা করে বাড়ী ফেরার পথে প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের উপস্থিতি দেখেছি। যা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই ভালো। লোকজন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারছেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দিন জানান, নীলফামারী পুলিশ সুপার এএফএম তারিক হাসান খানের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ঈদ বাজারের নিরাপত্তায় পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।
শপিংমল, দোকান, মার্কেট ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের ১০টি টহল টিম কাজ করছে।
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে অপরাধী চক্র সক্রিয় ওঠে। ফলে অপরাধ নিয়ন্ত্রণে গোটা উপজেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শহর ও মার্কেটগুঔেড়ারনিরাপত্তায় সজাগ রয়েছে পুলিশ। যা ঈদ পূর্ববর্তী ও ঈদ পরবর্তী পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ