সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু:
নীলফামারী জেলার সৈয়দপুর শহরের পুরাতন মুন্সিপাড়ায় দুই বোনকে জুসের সাথে নেশা জাতীয় ঔষধ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ঘুরতে যাওয়ার জন্য বাইির হয়ে যায় রংধনু পার্কে ২বোন ও ঘুরা শেষে সন্ধ্যা ০৫.৩০ মিনিটের সময় বাড়ীর উদ্দেশ্যে আসার জন্য উক্ত রংধনু পার্কের গেটের সামনে অপরিচিত অটো রিক্সাতে উঠলে এই সময় মোঃ কামরুদ্দিন সনু একই অটোরিক্সাতে উঠে এবং কিছুদুর আসার পরে মোঃ কামরুদ্দিন সনু তার কাছে থাকা জুসের বোতল বের করে। পান করার জন্য দিলে মোঃ কামরুদ্দিন সনু একই মহল্লার পরিচিত হওয়াতে দুইজনে জুস পান করে এবং মাথা ঘুরে অচেতন হয়ে যায়।
ছোট মেয়ে জুস কম পান করায় সে তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে।সেই সময় মোঃ কামরুদ্দীন সনু তাদের কলাবাগান এলাকায় নিয়ে যায় এবং বলে রংপুর চিকলি পার্ক রংপুরে ঘুরে আসি। তার কথায় রাজি না হলে চড় থাপ্পড় সহ তাদের হাতে থাকা মোবাইল হ্যান্ডসেট ভেঙ্গে ফেলে। সেখানে চিৎকার শুরু করলে লোকজন জোড়ো হয় এবং পালিয়ে যায় সনু।
বড় মেয়ে অচেতন থাকায় তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসাপাতালে প্রেরন করে।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানায়,বাদীপক্ষ অভিযোগ করেছে ঘটনাটি সত্যতা নিশ্চিতের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।