মো:জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন কারাগারে আটক বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু। শনিবার বাদ মাগরিব শহরের রেলওয়ে অফিসার কলোনির ফাইভ স্টার মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে বাবার মৃত্যুতে তাঁকে বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, আওয়ামী লীগের সিনিয়র নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, পৌর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু এসময় জানাজায় আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবার পক্ষ থেকে ক্ষমা চেয়ে তাঁর মাগফিরাতের জন্য দোয়া কামনা করেন। অন্যান্য বক্তারাও মরহুমের পরকালীন শান্তি ও মুক্তির জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন।
জানাজায় উপস্থিতদের উল্লেখযোগ্য, নীলফামারী জেলা চেম্বার অ্যান্ড কমার্সের সাবেক সহ সভাপতি আলহাজ্ব জুবায়ের আলম, নীলফামারী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মীর সেলিম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সায়েম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান লিটন, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর-কিশোরগঞ্জ সার্কেল) কল্লোল কুমার দত্ত, আয়কর আইনজীবী খালিদ ইকবাল, পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন হায়দার।
এছাড়াও ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেন, ইমতিয়াজ আহমেদ, মাজেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, পৌর আমীর আলহাজ্ব শরফুদ্দিন খান, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, নীলফামারী জেলা যুব সংহতির সাবেক সভাপতি রওশন মহানামা।
এরশাদ হোসেন পাপ্পুকে গত ২ নভেম্বর দিবাগত রাত দেড়টায় নাশকতা মামলায় শহরের নয়াবাজারস্থ নিজ বাসভবন থেকে সৈয়দপুর থানা পুলিশ গ্রেফতার করে। তখন থেকে তিনি নীলফামারী জেলা কারাগারে বন্দি আছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত শেষে ভোর বেলা তাঁর বাবা বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দপুর বিসিক শিল্প নগরীর শিল্প প্রতিষ্ঠান আব্দুল্লাহ ফাউন্ড্রির মালিক হাজী আব্দুল্লাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ