সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু : বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক বলেছেন বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। জনগনের দল বিএনপির জনপ্রিয়তায় ক্ষুন্ন হয়ে চালানো হচ্ছে নানা অপপ্রচার। সে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করতে হবে। তিনি বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন এখনও শেষ হয়নি। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাসহ কেন্দ্রের নির্দেশ পাওয়া যে কোন আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত যৌথ কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি ওইসব কথা বলেন। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ে ওই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীনের সঞ্চালনায় আব্দুল খালেক
বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা জনগনের মাঝে পৌছে দিতে হবে। ওই দফাগুলোতেই জনগনের মুক্তির সনদ রয়েছে জানিয়ে তিনি বলেন বিএনপির প্রতি জনগনের যে ভালোবাসা রয়েছে, তা ধরে রাখতে হবে। দলের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানিয়ে আব্দুল খালেক বলেন, সকল বিভেদ ভুলে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে আগামির আন্দোলন সংগ্রামে ইস্পাত কঠিণ ঐক্য থাকতে হবে। এ ক্ষেত্রে দলে থেকে কারও বিরুদ্ধে যদি সাংগঠনিক বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এজন্য কাউকে ছাড় দেওয়া হবেনা।
কর্মী সভায় বিশেষর বক্তব্য বলেন সৈয়দপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন, সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি ও জিয়াউল হক জিয়া,যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ আশিকুর রহমান বাবলু, বিএনপি নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, আমিনল ইসলাম সর্দার, উপজেলা যুবদলের সভাপতি মাহফুজ রেজা, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া প্রমুখ।
কর্মী সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল, জাসাস, শ্রমিক দল, তাঁতীদল, মৎস্যজীবি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।