মোঃ জাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী-৪ আসনে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলের লাঙ্গলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শোডাউন ও পথসভা করেছে স্থানীয় আওয়ামী লীগ। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীরাও অংশ নেয়।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর স্মৃতি অম্লান চত্বরে ওই কর্মসূচি পালিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সদস্য অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, সহ-দপ্তর সম্পাদক ফয়েজ আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সবুর আলম, সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রামানিক, ছাত্রলীগ নেতা শেখ সোহাগ প্রমুখ। এছাড়াও জাতীয় পার্টির উপজেলা কমিটির সদস্য সচিব জিএম কবির মিঠু, ব্যারিষ্টার সারা শাওলিন দিশা, ডক্টর মেহজাবুন্নেসা টুম্পা ও আহসান আদেলুর রহমান।
আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন বলেন, আদেলুর রহমান আদেল মহাজোট মনোনীত প্রার্থী। আগামী ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা মানে শেখ হাসিনার হাতকে শক্তি করা। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অন্য প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এমপি প্রার্থী আদেলুর রহমান আদেল বলেন, আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে সৈয়দপুরে উর্দুভাষীদের জন্য আবাসিক ভবন, রেলওয়ে কারখানার উন্নয়ন, বিমানবন্দরের উন্নয়ন, রাস্তা-ঘাটের উন্নয়নসহ সৈয়দপুরকে একটি আধুনিক শহরে রূপান্তরিত করা হবে।
পথসভার আগে উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যৌথ র্যালী বের করে। এতে উভয় দলের মহিলা কর্মী-সমর্থকরাও অংশ নেয়। র্যালীটি শহীদ স্মৃতি অম্লান চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোঃ জাকির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ