সিনিয়র স্টাফ রিপোর্টার এরশাদ হোসেন পাপ্পু:
দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে যোগ দিলেন শাহ সুফী নুর মোহাম্মদ Nur Mohammed। তিনি গত ১৫ মার্চ ডিএস হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনেকটা নাটকীয় ভাবে বিদায় নেন সাবেক ডিএস মোস্তফা জাকির হাসান। নুর মোহাম্মদ তাঁর স্থলাভিষিক্ত হলেন।
শাহ সুফী নুর মোহাম্মদ ইতিপূর্বে রেলওয়ের পাকশী বিভাগে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সৈয়দপুরে পদায়িত হলেন। ২৫ তম বিসিএস তিনি।
ডিএস হিসেবে সৈয়দপুরে দায়িত্ব পালনকালে নুর মোহাম্মদ রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীর সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি উত্তরবঙ্গের সন্তান।
আমরা নতুন ডিএস’র সাফল্য আশা করছি।