স্টাফ রিপোর্টার
মোঃ রাশেদ বাহাদুর:
নারায়াণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দুসম্প্রদায়ের ভারাটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল কতৃক ৭বছরের মুসলিম কন্যা শিশুকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার শিশুর বাবা বাদী হয়ে ২ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ থেকে জানাগেছে,
উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশ এলাকার সুমন প্রধানের ৭ বছরের কন্যা শিশু দোয়াকে দেয়াশলাই দিয়ে আগুন লাগিয়ে হত্যা করার চেষ্টা করে ভারাটিয়া সঞ্জয় কুমার পাল ও তার বাবা মনিশংকর পাল।
গত দুই বছর থেকে যশোহর জেলার মনিরামপুর থানার ঢাকুরিয়া এলাকার সুঞ্জয় কুমার তার স্ত্রীসহ পরিবার নিয়ে সুমন প্রধানের ৫ তলা ভবনের ৪র্থ তলায় ভারা থাকেন।
গত ছয় মাস যাবত ভারা না দিয়ে ভিবিন্ন ভাবে টালবাহানা করতে শুরু করে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সুত্রধরে গত ১২ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে বিবাদী সুমনের সাত বছরের শিশুকন্যা দোয়াকে ডেকে নিয়ে দরজা লাগিয়ে মারধর করে শরিরে নিলাফুলা জখম করে দিয়শলাই কাঠি জালিয়ে শরিরে আগুন লাগিয়ে দেয়।
মেয়ের ডাক চিৎকারে বাড়ির মালিক ও আশে পাশের লোকজনের সহায়তায় দরজা খুলে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা বার্ণ ইউনিট ও প্লাস্টিক সার্জারি ইনিস্টটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে গত দেড় মাস যাবত চিকিৎসাধীন অবস্তায় কাতরাচ্ছে।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী পাষন্ড সঞ্জয় কুমার পালের দৃষ্টান্তমূল শাস্তি দাবী করেন।
এ ব্যপারে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি যথাযথ আইনী প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ