আব্দুস সালাম মিন্টু:
নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে সোনারগাঁয়ের বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী সোনারগাঁও সরকারি কলেজের সামনে জড়ো হয়। তাঁরা কলেজের প্রধান ফটকের সামনে থেকে মিছিল করে মোগরাপাড়া চৌরাস্তায় এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে কোটা বাতিলের দাবিতে স্লোগান দেয়।
‘মেধা না কোটা, মেধা, মেধা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, আমার ভাইয়ের গায়ে রক্ত কেন? জবাব চাই, জবাব চাই‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ শিক্ষার্থীদের এমন শ্লোগানে মুখরিত হয়ে উঠে মহাসড়ক এলাকা। এসময় প্রায় ৩০ মিনিট মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে যান চলাচল বন্ধ থাকে।
এসময় সোনারগাঁও থানা পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা মহাসড়কে শুয়ে পরে। পরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয়ার অভিযোগ উঠে। তবে ছাত্রলীগ নেতার দাবি শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে ছাত্রলীগ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।
সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা বলেন, ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা কোটা প্রথার যৌক্তিক সংস্কার চেয়েছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।
সোনারগাঁও থানার পরিদশর্ক (তদন্ত) মহসিন মিয়া বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ