নুরুল কবির, বিশেষ প্রতিনিধি:
এ বার্তাটা সবাইকে দিও। আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিচ্ছে। ফাইনাল কথা, যদি টাকা না দেয়, আমাদেরকে এক এক করে মেরে ফেলতে বলেছে। তাঁদের যত তাড়াতাড়ি টাকা দেবে, তত তাড়াতাড়ি ছাড়বে।’ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজের চিফ অফিসার মো. আতিক উল্লাহ খান মঙ্গলবার (১২ মার্চ) স্ত্রীর ফোনে এ অডিও বার্তা পাঠিয়েছেন।
আতিক উল্লাহ খানের স্বজনরা বার্তাটি গণমাধ্যমকে দিয়েছেন। গত সোমবার জলদস্যুরা ‘এমভি আবদুল্লাহ’ নামে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল।
চট্টগ্রামের কবির গ্রুপের জাহাজটি পরিচালনা করছে তাদের সহযোগী সংস্থা এস আর শিপিং লিমিটেড। এতে বাংলাদেশি ২৩ নাবিক রয়েছেন। ঘটনার পর উদ্বেগে দিন কাটছে স্বজনদের। আতিকের ভগ্নিপতি ওমর ফারুক বলেন, তিনি জলদস্যুদের জাহাজে ওঠার সময় ফোন দিয়ে ভাবিকে এ কথা জানিয়েছিলেন। হয়তো পরিবার চিন্তা করবে বলে তিনি জলদস্যুদের কথা বলেননি। পরে জানাজানি হলে ফোনে দু-একবার পরিস্থিতি নিয়ে কথা হয়। অডিও বার্তাও পাঠিয়েছে।
এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর গ্রুপটির জাহাজ ‘এমভি জাহান মনি’ ছিনতাই করেছিল জলদস্যুরা। তিন মাসের মাথায় মুক্তিপণ দিয়ে জাহাজটি ছাড়া পেয়েছিল।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ