মোঃ মন্জুরুল আহসান স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় শাক বিক্রেতা সোলায়মান হত্যা মামলায় প্রধান আসামী শহিদুল ইসলামকে (৩৮) গ্রেফতার করেছে হারাগাছ থানা পুলিশ। ০১ এপ্রিল সোমবার রংপুর মেট্টোপলিটন ডিসি ও এডিসি ক্রাইমের সার্বিক তত্বাবধায়নে হারাগাছ থানার ওসির নেতৃত্বে এসআই কামাল হোসেন, সিরাজুল ইসলাম, হাবিবুর ও কামনাশীষ অভিযান চালিয়ে সারাই কাচু আলুটারী এলাকা থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। শহিদুল ইসলাম উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারী গ্রামের আব্দুল গনির ছেলে। আর নিহত সোলায়মান মিয়া একই গ্রামের মৃত মালেকের ছেলে। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি হারিসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে ওসি হারিসুল ইসলাম জানান, সোলায়মান ও শহিদুল দুইজনেই সবজি বিক্রেতা। আর গ্রামে শাক সবজি বেচাবিক্রি নিয়ে সোলায়মান ও শহিদুলের মধ্যে মতবিরোধ দেখা দেয়। সোমবার সকালে সোলায়মান ভ্যান গাড়ীতে শাক বিক্রির জন্য বের হয়। কাচু আলুটারী বিলকুলের পুকুর পাড় এলাকায় পৌছিলে সোলায়মানের পথ রোধ করে বেধরক মারপিট করে শহিদুল ও তার সহযোগি নজরুল ইসলাম নাজু। এসময় বেধরক মারপিটে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সোলায়মান। পরে স্বজনরা সোলায়মান মরদেহ বাড়ীতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেলের ফরেন্সি বিভাগে পাঠায়। রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি হারিসুল ইসলাম জানান, এ ঘটনায় নিহত সোলায়মানের ছেলে জামাল মিয়া বাদী হয়ে দুইজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। হত্যা মামলার প্রধান আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে অপরজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার শহিদুল ইসলামকে মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ