স্টাব রিপোর্টার:
জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ও মোট তিনটি সংগঠন এর অফিস ভাংচুর লুটপাট এর অভিযোগে প্রতিবাদ সভা করেন
জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় অফিস ও ঢাকা মহানগর ঔষধ দোকান কর্মচারী ইউনিয়ন মিডফোর্ড বাবুবাজার মার্কেট শ্রমিক ইউনিয়ন
জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর সভাপতি রফিকুল ইসলাম বাবুল
ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন
এবং সাবেক সভাপতি পরশ মজুমদার এর উপস্থিতি তে প্রতিবাদ সভা করেন।
মমতাজ মার্কেট ওয়াকাফ স্টিটে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় অফিসে ওই মার্কেটর ম্যানেজার সোহেল এর নেতৃত্বে ৮ থেকে ১০ জন দুষ্কৃতী লোকজন এসে অফিসের তালা ভেঙ্গে তিনটি স্টিল আলমারি ও অফিসে থাকা চেয়ার টেবিল নিয়ে যায় এবং জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ও মোট তিনটি সংগঠন এর রেজিষ্ট্রেশন কাগজ পত্র নিয়ে যায় গত ২৭ আগস্ট সন্ধা আনুমানিক ৬ টার দিকে দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে জানান প্রতিবাদ সভায়।