স্টাপ রিপোর্টার, আবুল কাশেম আযাদ:
চট্রগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ডেমশা হাদুর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উত্তর ডেমশা হাদুর পাড়ার কৃতি সন্তান সৌদি প্রবাসি হাজী মরহুম এনামুল হক এনাম এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯শে জুন বুধবার বিকাল ৪ ঘটিকায় উত্তর ডেমশা মরহুম হাফেজ মতিউর রহমান শাহ (রাঃ) এর ঈছালে সওয়াব মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে হাদুর পাড়ার কৃতি সন্তান উত্তর ডেমশা মরহুম হাফেজ মতিউর রহমান শাহ্ (রাঃ) এর ঈছালে সওয়াব মাহফিল পরিচালনা কমিটির উপদেষ্টা হাজী মরহুম এনামুল হক এনাম এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন দক্ষিণ ডেমশা হাদুর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক। বক্তব্য রাখেন উত্তর ডেমশা হাদুর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম মেম্বার, অত্র সংগঠনের উপদেষ্টা, দাইমারখীলের সৌদি প্রবাসি হাজী সেলিম উদ্দিন, দাইমারখীলের টেকনাফের বিশিষ্ট ব্যবসায়ী আবু বক্কর, হাদুর পাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফোরকান, বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক আবুল কাশেম আযাদ ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম। শোকসভা ও দোয়া মাহফিলে আলোচনা পেশ করেন, কেরানীহাট নিউমার্কেট জামে মসজিদের খতিব হযরত মাওলানা আবদুর রশিদ মাসউদ ও মোনাজাত পরিচালনা করেন হাদুর পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা কুতুব উদ্দিন।