রানা খান, শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে নিজের বাড়িতে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখে, প্রেমিক যুগলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।পরে স্থানীয় লোকজন এসে সন্দেহভাজন পরকিয়া প্রেমিক আশরাফুল ইসলাম (৩৫) কে মৃত অবস্থায় এবং স্ত্রী তাসলিমাকে (৩২)কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায় ।
ঘটনাটি ঘটেছে, সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কেওয়া চন্না পাড়া গ্রামের আজিজুল মিস্ত্রির বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে এসে শ্রীপুরে জমি কিনে বাড়ি করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
তার স্ত্রী তাসলিমা এস এস ফ্যাশনের চাকরি করতো। কারখানা মালিক আশরাফুল ইসলামের সাথে তাসলিমার একটি অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।।আর সেই সুবাদে কারখানার মালিক আশরাফুল ,তাসলিমার বাড়িতে আসা যাওয়া করত। কয়েকদিন যাবত বিষয়টি স্বামীর কাছে সন্দেহ হলে স্ত্রীকে চোখে চোখে রাখেন আজিজুল। সোমবার সকালে নিজ ঘরে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে দুজনকেই এলোপাথাড়ী কুপিয়েছে।
পরকীয়া প্রেমিক আশরাফুল ইসলামের বাড়ি ফরিদপুর জেলায়। সে চন্নাপাড়া এলাকায় জায়গা ভাড়া নিয়ে এস এস ফ্যাশন নামে একটি কারখানা পরিচালনা করতেন।
হত্যাকাণ্ডের শিকার আশরাফুলের স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন ঘটনা স্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ি মালিক আজিজুল পলাতক রয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
গঠনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর ও কালিয়াকৈরের সার্কেল এএসপি আফজাল হোসেন।#