শেখ আমিনুল ইসলাম মানিক
জাতীয় দৈনিক বিকাল বার্তা
স্টাফ রিপোর্টার বাহুবল হবিগঞ্জ
স্থানীয় বাহুবল উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সুদৃষ্টি কামনা করি
বিষয়
বাহুবল উপজেলায় সরকারি যত শিক্ষা প্রতিষ্ঠান আছে
সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের নজর রাখা দরকার কারন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্থানীয় সরকারের নির্দেশ মোতাবেক আলাদাভাবে একটি অফিস কক্ষ রয়েছে তাই সকল শিক্ষক-শিক্ষিকা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বসে বসে গল্পগুজার করে
সময় কাটিয়ে দেন অন্যদিকে৷ শিক্ষার্থীরা বইখাতা ব্রেন্চে রেখে বসে বসে জিমাচ্ছেন কোন কোন শিক্ষার্থীগণ দোষাটামি করে সময় যায় এখন বিবেক বিবেচনা আপনাদের কাছে দিলাম এদিকে
গতকাল ৭/৫/২০২৪ ইং রোজ মঙ্গলবার আমি বাহুবাল সদর দশ কাহোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এক অভিযোগের ভিত্তিতে গিয়েছিলাম সেই অভিযোগ সত্য বলে প্রমাণিত হয় যাই হোক। আমি এক জন চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে তাহার ঠিকানা লিখতে বললাম কিন্তু দুঃখের বিষয় সেই শিক্ষার্থী লিখতে পারল না। একন বুঝতে বাকি নয় মাননীয় শিক্ষক-শিক্ষিকা মহোদয়গণ
শিক্ষার্থীদের সাথে কিরকম শ্রম দেন
। উল্লেখ ছবিসহ স্কিনে দেয়া হয়েছে বিদ্যালয়ের একটি কক্ষে ধানের গুদামে পরিণত হয়েছে। জানা যায় ওই বিদ্যালয়ের পূর্ব দিকের কক্ষ থেকে ৫/৫/২০২৪ ইং তারিখে তিনটি সিলিং ফ্যান ও একটি সাউন্ড বক্স চুরি হয়েছে এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করিলে তিনি জানায় থানায়
জিডি করেছেন কিন্তু জিদের কোন ফটোকপি উনি দেখাতে পারলেন না