হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়াঃ
স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার এক বছর পূর্তি, নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, সাবেক সফল শিক্ষক সংর্বধনা অনুষ্ঠান এর সার্বিক কর্মকান্ড নিয়ে “স্বজন সৌরভ” নামের ম্যাগাজিন আনুষ্ঠানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে।
৮ জানুয়ারী বুধবার সন্ধ্যায় উপজেলার আমতলী বাজার ডেলটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও ফিজিওথেরাপি সেন্টারের হল রুমে জমকালো আয়োজনের মাধ্যমে এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
এই ম্যাগাজিনে দৈনিক যুগান্তর এর প্রকাশক ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগান্তর সম্পাদক সাইফুল আলম ও স্বজন সমাবেশ এর বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী বাণী প্রদান করেন।
দৈনিক যুগান্তর এর প্রকাশক ও সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বাণীতে উল্লেখ করেন, যুগান্তর দীর্ঘ পথ চলায় ছায়ার মতো আমাদের সঙ্গে ছিল স্বজনরা। যুগান্তরের আনন্দ বেদনার সঙ্গী স্বজন সমাবেশের স্বজনরা। যুগান্তরের যেকোন বিপদে আপদে সব সময় পাশে ছিল স্বজনরা। তাতে আমি যুগান্তরে প্রকাশক হিসেবে অত্যন্ত গর্বিত। যুগান্তর সব সময় দুর্নীতির বিরুদ্ধে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়। সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরোধী করে। স্বজন সমাবেশের লাখো সদস্যদের এ মূল্যবোধ আছে। তারা মানুষের দুঃসময় পাশে থাকে। স্বজনদের প্রতি আমাদের সব সময় কৃতজ্ঞতা। যুগান্তর স্বজন সমাবেশ অনেক দূর এগিয়ে যাক। স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক ও ৩০ জন সাবেক সফল শিক্ষককে সংবর্ধনা দেওয়ার কারণে তিনি উক্ত শাখাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পাশাপাশি উক্ত শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করেন
যুগান্তর সম্পাদক সাইফুল আলম বাণীতে উল্লেখ করেন, মানবিক মূল্যবোধ তৈরিতে স্বজনরা দীর্ঘ-২৫ বছর যাবত কাজ করছে। স্বজনদের সঙ্গে যুগান্তরের বন্ধন বিনি সুতোর গাতার মালা। কাজের ও পাশের মানুষটি আমাদের স্বজন। এটাই যুগান্তরের বড় অর্জন। যুগান্তর আজ একটি দায়িত্বশীল ও আপোষহীন গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। এর স্বপ্ন দেখেছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের প্রয়াগ চেয়ারম্যান নুরুল ইসলাম। মানবিক মূল্যবোধসম্পূর্ণ মানুষ তৈরি এবং আগামীর মেধা বিকাশ করতে স্বজন সমাবেশের অনেক দায়িত্ব রয়েছে। যুগান্তর শুধু সংবাদ পরিবেশন এর মাধ্যমেই দায়িত্ব শেষ করে না। গণমাধ্যমের দেশ মাটি ও মানুষের প্রতিও রয়েছে দায়বদ্ধতা। আমরা সেই দায়বদ্ধতার স্বীকার করি। এ কারণে যুগান্তর দুর্নীতির বিরুদ্ধে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়।স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার নতুন কমিটির অভিষেক ও ৩০ জন সাবেক সফল শিক্ষককে সংবর্ধনা দেওয়ার কারণে তিনি উক্ত শাখাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। পাশাপাশি উক্ত শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করেন
এছাড়াও যুগান্তরের জ্যৈষ্ঠ সহ সম্পাদক ইমন চৌধুরী যুগান্তরের ইসলামী পাতার প্রশ্নোত্তর পর্বের উত্তরদাতা মুফতি ইমরানুল বারী সিরাজী, যুগান্তর প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্ত, গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশ এর সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউছুফ ভূইয়া, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবিএম মোরশেদ কামালের গুরুত্বপূর্ণ লেখায় ম্যাগাজিনটি সমৃদ্ধ হয়। এছাড়াও বিজয়নগর উপজেলার প্রায় ২৮ জন সাংবাদিক যুগান্তর ও স্বজনের শুভেচ্ছা জানানোর বক্তব্য ও উপজেলার বিশিষ্ট প্রায় ৪০ জন ব্যক্তির লেখায় যুগান্তর ও স্বজন সমাবেশ এর কার্যক্রম ফুটে ওঠে। ১৫ জন স্বজনের অনুভূতি প্রকাশের মাধ্যমে স্বজন সমাবেশ এর সামাজিক কর্মকান্ডের আত্মতৃপ্তির বিষয়টি প্রকাশ পায়।
স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু ইউছুফ ভূইয়া।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি যুগান্তর প্রতিনিধি এস এম কামরুল হাসান শান্ত।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এবিএম মোরশেদ কামাল, বিজয়নগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি হাজী মোঃ শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন মোল্লা, মুফতি এনামুল হক বাশারী, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা কবির আহমেদ, মোঃ আজিজুল ইসলাম আসলাম, হীরা আহমেদ জাকির, মোঃ কামরুল আলম সোহেল, দপ্তর সম্পাদক শ্যামল সরকার নিলয়, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, সদস্য গোলাম কিবরিয়া, মোঃ সেলিম মিয়া।
সাবেক সফল শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান সহ স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখায় ৭ জনকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।