মো. রমজান আলী, স্টাফ রিপোর্টার:
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নীলফামারী-৩ (জলঢাকা) আসনে দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেও নির্বাচনের মাঠে রয়েছেন তার স্ত্রী মার্জিয়া সুলতানা।
আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন মার্জিয়া সুলতানা। তিনি জেলা যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গত ২৯ নভেম্বর বিকেল ৪টায় সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন মার্জিয়া সুলতানা।
এর আধঘণ্টা আগে ওই আসনে মনোনয়ন দাখিল করেন তার স্বামী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাইবাছাইকালে অধ্যাপক গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা হলেও ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় মার্জিয়া সুলতানার মনোনয়ন বাতিল করে রির্টানিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান মার্জিয়া সুলতানা।
১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম মোস্তফা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী অধ্যাপক আজিজুল ইসলাম। স্বামী অধ্যাপক গোলাম মোস্তফা প্রার্থিতা প্রত্যাহার করলেও প্রার্থিতা প্রত্যাহার করেনি মার্জিয়া সুলতানা।
আসনটিতে মার্জিয়া সুলতানাসহ প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকলেন ৯ জন প্রার্থী। ওই ৯ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র রয়েছেন চারজন। আওয়ামী লীগের স্বতন্ত্ররা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামিম, কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী।
এদিকে জাতীয় পাটির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ওই আসনের জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পাটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী ফারুক কাদের। জাতীয় পার্টির মনোনয়নবঞ্চিত হয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তিনি। অন্যান্য প্রার্থীরা হলেন, মো. খলিলুর রহমান (তৃণমূল বিএনপি), মো. মোজাম্মেল হক (গণতান্ত্রিক পার্টি), বাদশা আলমগীর (বাংলাদেশ কল্যাণ পার্টি)।
এ বিষয়ে মার্জিয়া সুলতানা বলেন, এ আসনে নয় প্রার্থীর মধ্যে আমি একমাত্র নারী প্রার্থী। নারী ভোটাররা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে আমি ঈগল পাখি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব। এ ছাড়া আমি দীর্ঘদিন রাজনীতির মাঠে আছি। কলেজের সাবেক শিক্ষক হিসেবে আমার অনেক শিক্ষার্থী, অভিভাবকসহ শুভকাঙ্ক্ষী রয়েছেন। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি নির্বাচনী এলাকায়। এ আসনে আমার স্বামী গোলাম মোস্তফা একজন সফল সংসদ সদস্য ছিলেন। দুইবার দলীয় মনোনয়ন পাওয়ার পরেও দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার করেছেন। আমি নির্বাচনের মাঠে আছি, থাকব, জয়ের ব্যপারে আমি শতভাগ আশাবাদী।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ