নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী বলেছেন স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে গত ১৭ বছর যাবৎ প্রবাসীরা বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপ আমেরিকায় আন্দোলন সংগ্রাম করেছন। সারা বিশ্বকে স্বৈরাচারী খুনি হাসিনার গুম, খুন, নির্যাতন, লোটপাট, ভোটের অধিকার ফিরিয়ে আনার দাবীতে সংগ্রাম করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতের চিকিৎসার জন্য বহু টাকা সংগ্রহ করে দেশে পাঠিয়েছেন। এই প্রবাসীরা রেমিটেক্স যোদ্ধা, তাদের টাকায় এই দেশ চলে, তাদেরকে সম্মান করতে হবে। তাদের এই ত্যাগ যেন বৃথা যায়। স্বৈরাচারী খুনী হাসিনার দোসররা এখনো ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করতে তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, কারো পাতা ফাদে পা দেয়া যাবেনা। আমাদের অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে আরো পরিশোধিত হয়ে সামনের দিকে আগাতে হবে। আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। ২৬ অক্টোবর শনিবার রাত ৮.০০ ঘটিকায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)' র অঙ্গ- সহযোগী সংগঠন সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত প্রবাসী বিএনপি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মিফতা সিদ্দিকী প্রবাসীদের হাতে ক্রেস্ট তুলেদেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব আজিজুল হোসেন আজিজের সভাপতিত্বে এবং সিলেট জেলা ছাত্র দলের সহ-সভাপতি আবুল হোসেন ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ২২নং ওয়ার্ড এর সাবেক আহবায়ক মহিউদ্দিন ফয়সল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা সালেহ আহমদ খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির স্বনির্বর বিষয়ক সম্পাদক লোবেক আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ লায়েক মস্তফা, লন্ডন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কিবরিয়া ইসলাম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আবু সাঈদ চৌধুরী শাকিল, সাবেক ছাত্রদল নেতা ফ্রান্স প্রবাসী নুরুল আমিন আমিনুল প্রমূখ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ