আব্দুল কাইয়ুম, উপজেলা প্রতিনিধি নবীগঞ্জ।
ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস এস সি (১৯) ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। গত শনিবার, ৯ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দিনারপুর উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন বসেছিল। এ- সময় সাবেক শিক্ষার্থীদের হাসি- আনন্দ-স্মৃতিচারণ আড্ডায় মুখর হয়ে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গন।
সাবেক শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্ভোদন করেন, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক, নিজাম উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল, অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। এবং দ্বিতীয় পর্বে ছিলো খেলাধুলা ও কনসার্ট।
অনুষ্ঠানের শেষ হয় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকমণ্ডলী এবং ম্যানেজিং কমিটির সদস্যের দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পুরস্কার বিতরণীর মাধ্যমে।