ক্ষণিকের তরে দাঁড়াও পান্থ, এই স্মৃতিসৌধের পাশে, যদি হাতে থাকে সময় তোমার তব কাজের অবকাশে। এই সৌধটি যার সে লাহিড়ী কুলোৎপন্ন কবি সৌমেন্দু নাম তার। জন্ম বহরমপুর জেলা মুর্শিদাবাদ, আজীবন তার করেছে কলম শোষণের প্রতিবাদ। শোষক-শোষিত সমাজে মেনো আর নেই শ্রেণী কোনও শোষিতের এই কবিকে তোমরা তোমাদেরই লোক জেনো।। সৌমেন্দু লাহিড়ী (পশ্চিমবঙ্গ রাজ্যপাল স্বীকৃতিপ্রাপ্ত কবি) বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।