স্টাফ রিপোর্টার:
অসাম্প্রদায়িক চেতনা, দেশ প্রেমিক, সৎ ও সাহসী নেতার প্রতীকৃতি ছিলেন মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম। বর্তমান সময়ে তার মত নীতিবান ও ত্যাগী জাতীয় রাজনীতিবিদের অভাব পূরন হবার নয়।
মঙ্গলবার ৫ ডিসেম্বর ২০২৩ বিকাল ৪.০০ ঘটিকায় গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা , সুবক্তা, বীর মুক্তিযোদ্ধা মো: নুরুল ইসলাম এর ১৫ তম প্রয়াণ দিবসে সভাপতির বক্তব্যে তাঁর জীবনের স্মৃতিচারণ করে প্রফেসর ডাঃ শহীদুল্লাহ্ সিকদার একথা বলেন। ১৪ দলের অন্যতম শরীক গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৭৯, কাকরাইল (মায়াকানন), ঢাকায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা শহীদুল্লাহ্ সিকদার। প্রয়াত সভাপতির জীবন সংগ্রাম, ৪র্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলন, শ্রমিক আন্দোলনে তাঁর অবদান তাঁর পুত্র পুচির তাৎক্ষনিক মৃত্যু এবং ০৪ ডিসেম্বর এম এইচ এ পার্টির সাবেক সভাপতির অগ্নিদগ্ধ হয়ে রহস্য জনক মৃত্যু নিয়ে আলোচনা হয়। স্মরণ সভায় প্রয়াত জননেতার জীবনের উপর আলোচনা করেন পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, এ্যাড. ফুয়াদ হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমল ঘোষ, মিরাজুল ইসলাম জামান, ফণীন্দ্র সরকার, মো : কামরুল ইসলাম, হরি প্রসাদ মিত্র,শফি রেজা নুর মজুমদার কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, আ. শাদীদ আহমেদ সাদী,মো: সোহরাব হোসেন, শরীফ ইকবাল হামিদ মো : শহীদুল্লাহ, শুভ আল মাহমুদ, মো: সাইফুল ইসলাম খান প্রমুখ। সভা পরিচালনা করেন পার্টির যুগ্ম সম্পাদক জনাব খায়রুল আলম।