ভাংগা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা দীর্ঘদিনের দুর্ভোগের অবসান মাটির রাস্তায় বসবে ইট। হ্যা এমন অবহেলিত অঞ্চল ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রাম। যুগের পর যুগ বর্ষার মৌসুমে হাটু পর্যন্ত কাঁদার সাগর পারি দিতে হতো এখানকার হতভাগা মানুষদের। এবার ভাগ্যের পরিবর্তন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরীর নিক্সন। এমপি নিক্সন চৌধুরীর আস্থাভাজন ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সীর প্রচেষ্টায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে সাধারণ মানুষ। সরেজমিনে গিয়ে দেখা ঘারুয়া ইউনিয়নের কুমারখালী ডাঙ্গারপার সংযোগ সড়কের কুমারখালী এলকারা রাস্তা মাটির হওয়ায় বর্ষার মৌসুমে দুর্ভোগের সীমা থাকে না। বর্ষার সময় কাঁদার সাগর আবার শুকনো মৌসিমে ধূলার সাগর পারি দিতে হয়। সেই রাস্তা টি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) ও ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সীর প্রচেষ্টায় ইট বসানো হচ্ছে। এতে দুর্ভোগ কমছে হাজার হাজার মানুষের। শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী ও কৃষকের ধান পাট বিক্রির জন্য সুবিধা হবে । কমে আসবে যাতায়াত খরচ উন্নত হবে যোগাযোগ ব্যবস্থার। এই বিষয়ে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী জানান, দীর্ঘদিন যাবত দুর্ভোগের শিকার কুমারখালী গ্রামের মানুষ। শিক্ষা চিকিৎসা, ধান পাট ক্রয় বিক্রয়ে চরম দুর্ভোগ পোহাতে হত। আমাদের ফরিদপুর-৪ আসনের জননন্দিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরীর নিক্সন মহোদয় আমার ঘারুয়া ইউনিয়ন কুমারখালী গ্রামের মানুষের দুর্ভোগ কমাতে রাস্তাটি এইচবি দ্বারা উন্নত করছেন। এতে এলাকাবাসী খুব খুশী। জনগণের সেবা করতে পেরে আমরাও খুশী। এই ভাবে জনগণের সেবা করে যেতে চাই।