মোঃ আবু তালেব হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
মাধবপুরে চা বগানে বেড়াতে গিয়ে ট্রাক চাপায় তাশফিয়া হক তানিশা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শিশু তানিশা পৌরসভার আলাকপুর প্রবাসী উজ্জল মিয়া কন্যা।
গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর ০১:৩০ মিনিটে সময় পুরানো ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া-চুনারুঘাট অংশের সুরমা চা বাগান এলাকার তেলমাছড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া অভিমুখে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা তানিশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তানিশা খালা সাথে উপজেলার বেজুড়া গ্রামে ফুফুর বাড়ির বেড়াতে যায় পরে তার খালা ও ফুফুর সঙ্গে চা বাগানে বেড়াতে যায় একপর্যায়ে শিশু তানিশা ট্রাক চাপায় উল্লেখিত স্থানে মৃত্যু হয়।পুলিশ ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো -ট ২০-০৭৬৯) জব্দ করেছে। তবে এ ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খাঁন জানান, খবর পেয়ে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেবের নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাকটি ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ট্রাকটি আটক করে।