সিলেট অফিস;
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ছবুর হোসেন (৪২) নামে এক অব: সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র।
শনিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দরগা গেইট নামক স্থানে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছবুর হোসেন চারু সিরামিক কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিল। রাতের সিফটে ডিউটি করার জন্য বাড়ি থেকে বাইসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার সময় দরজা গেইট এলাকায় নিরোলাক্স কোম্পানির সামনে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। ঘাতক গাড়িটি এখনো সনাক্ত করা যায়নি।