হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থেকে প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইনাতগঞ্জ বাজারের ব্যবসা প্রতিষ্টানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়,গত শুক্রবার রাত ১১ টার সময় ইনাতগঞ্জ সুভাষ মিষ্টান্ন ভান্ডারের মালিক সুভাষ দোকান বন্ধ করে বাসায় চলে যান।
রাতের যে কোন এক সময় একটি সংঘবদ্ধ সিদেল চোরের দল দোকানের পেছনের দরজার নিচে সিং দিয়ে দোকানে প্রবেশ করে। চোরের দল এ সময় ক্যাশ ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা ও মালামাল নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবীর ঘটনা স্থল পরিদর্শন করলেও বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক খবর পেলেও তারা ঘটনা স্থলে আসেননি। এ নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুভাষ জানান,আমার ব্যবসার টাকাসহ মালামাল নিয়ে গেছে চোরের দল।
ইনাতগঞ্জ বাজার কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশাহীদ আলী আশা বলেন,সাম্প্রতিককালে ইনাতগঞ্জ বাজারে চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। সুভাষ মিষ্টান্ন ভান্ডারে চুরি হওয়ার ঘটনা শুনেও বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ঘটনা স্থলে না যাওয়া দু: খজনক। তিনি বলেন,দীর্ঘ দুই বছর যাবত বাজার কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও বাজারের নির্বাচন দিতেছেননা দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদক। ব্যবসায়ীদের কল্যানে বাজারের নির্বাচন দেয়ার দাবি জানান তিনি।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ