হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
যাত্রীদের সুবিধার জন্য হবিগঞ্জ সদর উপজেলার গেইটের পাশে প্রধান সড়কের পাশেই নির্মাণ করা হয়েছিল যাত্রীদের সুবিধার জন্য জেলা পরিষদ কতৃপক্ষ নির্মান করে । তবে ভালো ভাবে লক্ষ্য না করলে বোঝার কোনো উপায় নেই এটি সত্যিকারার্থেই যাত্রী ছাউনি।
জুতা সেলাইকারী, দোকানের মালামাল এবং মটর সাইকেলের দখলে বদলে গেছে এর চিত্র।সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার পাশেই এমন চিত্রই।
ছাউনিটিতে যাত্রী বসাতো দূরের কথা এর নিচ দিয়ে হেটে যাওয়া টা মুশকিল । যাত্রী ছাউনিটি খুবই গুরুত্বপূর্ণ স্থানে সদর উপজেলা অফিস, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসের অবস্থিত হাজারও অফিস গামী মানুষ শিক্ষক,শিক্ষিকার বিচরণ ব্যস্ত এলাকা হিসেবেই পরিচিত। কারণ বহুলা এলাকার বাজার এলাকা, মসজিদ সরকারী অফিসের মতো ব্যস্ত এলাকা এর পাশেই অবস্থিত।জানা গেছে, এ পথ দিয়ে প্রতিদিন অগণিত পথচারীর চলাফেরা কথা বিবেচনা করে যাত্রী ছাউনিটি নির্মাণ করা হলেও গত কয়েক বছর ধরে এটা বেদখল হয়ে গেছে।সরজমিনে দেখা যায়, একটি দোকানের মালামাল, মটর সাইকেল, জুতা সেলাইয়ের দোকান স্থাপন করা হয়েছে যাত্রী ছাউনিটির নিচে। ঠাসাঠাসি করে দোকানের মালামাল এবং ইট রাখায় এর নিচ দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়ানো বা বলা অসম্ভব যাত্রী ছাউনিটির।
এ ব্যাপারে হবিগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, আমরা ফেইসবুকে লেখালেখি করছি সদর উপজেলা পরিষদের সামনে যাত্রী ছাউনীটি দখলমুক্ত করে, যাত্রীদের ব্যবহারের উপযোগী করার জন্য এবং আমরা খুব শীঘ্রই জেলা পরিষদের নিকট এ ব্যাপারে স্মারকলিপি দিব এবং হবিগঞ্জ জেলার প্রত্যেকটি উপজেলায় যেন আধুনিক মানের যাত্রী ছাউনী করার জন্য দাবী জানান
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ