হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়াঃ
দৌলতবাড়ী দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শকে বাস্তবায়ন করা প্রত্যেকটি মুসলমানদের দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ব ও কর্তব্য পৃথিবীতে বাস্তবায়নের জন্য আগে নিজে অনুসরণ করার মাধ্যমে নিজেকে তৈরি হতে হবে।
তিনি আরো বলেন, আঞ্জুমান -এ বাহা উদ্দিন এমাদিয়া দৌলতবাড়ীয়া বাংলাদেশ প্রত্যেকটি সদস্য নিজেকে আগে হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শকে ধারণ করে সমাজে সেটা বাস্তবায়ন করা হউক এই কাউন্সিলের মূলমন্ত্র।
২৮ডিসেম্বর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী দৌলতবাড়ি দরবার শরিফের পরিচালনা কমিটির সংগঠন আঞ্জুমান -এ বাহা উদ্দিন এমাদিয়া দৌলতবাড়ীয়া বাংলাদেশ দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৪ উপলক্ষে সারাদেশ থেকে প্রায় ৪৫৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে দিনব্যাপী পূর্বের কমিটির কর্মক্রম নিয়ে আলোচনা ও আগামীর কর্মপরিকল্পনা নির্ধারনী আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।
দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মাওলানা মুস্তাকিম পাঠানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদা সৈয়দ সাঈম উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব সৈয়দ মাঈন উদ্দিন আহমেদ জুম্মান। তিনি তাহার বক্তব্যে পুরাতন কমিটির কর্মকান্ডের সার্বিক বিষয় তুলে ধরেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, দেওয়ান মাহমুদুর রেজা, কাজী আবুল মুনসুর মোহাম্মদ সালেহুজ্জামান, সৈয়দ নূরুল করীম ফুয়াদ, মোঃ খলিলুর রহমান, সৈয়দ ইখতেয়ার উদ্দিন আহমেদ, সৈয়দ আখলাক উদ্দিন আহমেদ, দেওয়ান সৈয়দ শাহরিয়ার রেজা প্রমুখ।
দৌলতবাড়ি দরবার শরিফের গদ্দিনিশীন পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ কে চেয়ারম্যান ও সাহেবজাদা সৈয়দ মাঈন উদ্দিন আহমেদ জুম্মানকে মহাসচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি কন্ঠ ভোটে অনুমোদিত হয়। এসময় ১১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ