বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি) কার্যালয়ে, হরযত মাওলা আলী আঃ এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে, ইফতার দোয়া ও মাহফিল পালিত হয়েছে,
উক্ত মাহফিলে মাওলা আলী আঃ এর মহান জীবন যাপন সম্পর্কে বেলায়তের বাদশা ছিলেন মাওলা আলী আঃ অসাধারণ গুরুত্বপূর্ণ আলোচনা করছেন করছেন,বিটিপির এর সন্মানিত প্রেসিডিয়াম সদস্য, ঐতিহ্যবাহী হায়দারী দরবার শরীফ পাগার টংগী এর পীর সাহেব, শাহ সুফি সৈয়দ আলী রেজা পাহলবী হায়দার রয়েল সাহেব,
গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সম্মানিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ্সুফি দ্বীন মোহাম্মদ চিশতী নিজামী সাহেব,, নাতে রাসুল পরিবেশন আলোচনা রাখছেন বিটিপি কেন্দ্রীয় কমিটির নেতা খাজা নিজামুদ্দিন চিসতি চয়নপাড়া দরবার শরীফ,
গুরুত্বপূর্ণ আলোচনা মিলাদ কিয়াম দোয়া করছেন, পীর বাসার খান্দানী, খান্দানী দরবার শরীফ তিতাস, বিটিপির সম্মানিত চেয়ারম্যান,
উপস্থিত ছিলেন
বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি এর সম্মানিত উপদেষ্টা, মোঃ নাছির উদ্দীন নাছিম মোল্লা,,
উক্ত মাওলা আলী আঃ এর শাহাদাত বার্ষিক দোয়া মাহফিল উপলক্ষ করে, বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদেরকে খেফাযতের বিজয়ী শান্তির বার্তা জন্য গভীর ভাবে খাস করা হয়েছে, ফিলিস্তিন গাঁজা ভারত কাশ্মীর চীন সকল নির্যাতিত দেশের জন্য দোয়া করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশ অলীআল্লা সুফি দরবেশ হক্কানি উলামায়ে কেরামের দেশ তাদের উছিলা আমরা আজ মুসলমান, সেই অলীআওলিয়া সুফি গণের মাজারগুলো সমাধি স্থানগুলো খেফাযত রক্ষা জন্য দোয়া করা হয়েছে, পৃথিবীতে নবী রাসুলগণের পাকপাঞ্জতন আহলে বাইত রওজা গুলো খেফাযত রক্ষা জন্য দোয়া করা হয়েছে, তার পাশিপাশি যাঁরা পৃথিবীতে সীমালঙ্ঘন করছে মানুষ হত্যা দেশ জাতির ধ্বংশ সন্তাসি জঙ্গিবাজী করছে মানবতার শান্তি ধ্বংশ করছে,এবং বাংলাদেশ বহি বিশ্বে নবী রাসুল পাকপাঞ্জতন আহলে বাইত অলীআল্লা সুফি দরবেশ হক্কানি উলামায়ে গণের রওজা শরীফ মাজার সমাধি স্থানগুলো ভাংচুর পূর্বে করছে এবং করতেছে, ইয়াজিদ গুষ্টি বাতেল মুনাফেক তাদের বিরুদ্ধে বিচারের জন্য আল্লাহ তায়ালাই যথেষ্ট যথাযথ ভাবে আল্লাহ তায়ালা নিকট দোয়া করা হয়েছে, এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলী সরকারের নিকট সবিনয় অনুরোধ করা হয়েছে বক্তব্য মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, যেন সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সরকার এবং সকল প্রশাসন বাহিনী গরীব নজরে আমলে নেওয়ায় জন্য, যাঁরা মানবতার সীমালঙ্ঘন করছেন মাজার ভাংচুর করতেছেন সন্তাসি কর্মকাণ্ড করতেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্ত মুলুক বিচারের আওতায় আনার জন্য, এবং আর যেন না করতে পারে সরকার প্রশাসন সুদৃষ্টি রাখার জন্য সবিনয় অনুরোধ রইল,,,জাতির কাছে আমার প্রশ্ন মাজারে যিনিরা শুয়ে আছেন উনারাতো চলে গেছেন পরপারে দুনিয়াবি জিন্দেগী ছেড়ে তাহলে কেন উনাদের মাজারের আক্রমণ উনারা কি দেশের রাজত্ব চায় না আপনার আমার সম্পদ চায় না উনারা আমাদের শুএু কোনোটাই, বরং আমি মনে করি অলীআল্লা গণের উছিলা করে দেশ ও জাতির সমাজে মধ্যে রহমত বরকত মাগফেরাত নাজাত মুক্তি মিলে,,,
উপদেষ্টা
টুয়েন্টি সিক্স চ্যানেল,
উপদেষ্টা
বাংলাদেশ তরিকত পরিষদ বিটিপি
চেয়ারম্যান
বাংলাদেশ ব্যবসায়ীক জনকল্যাণ ফাউন্ডেশন,
মোঃ নাছির উদ্দীন নাছিম মোল্লা
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ