সাব্বির আহমেদ হান্নান
ঝিনাইদহ স্টাফ রিপোর্টার :
দেশের চলমান পরিস্থিতিতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাঠে নেমেছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মেনে ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সংখ্যালঘুদের পাশে দাড়িয়েছেন।
বৃহস্পতিবার (৮আগষ্ট) বিকাল পাঁচটায় ঝিনাইদহ সদর উপজেলা হলিধানী ইউনিয়ন নাটাবাড়িয়া তেতুলতলা পূজা মন্দির পরিদর্শন করেন ও সংখ্যালঘুদের সাথে আলোচনা সভা করা হয়। এতে বিএনপি তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস করেন।
এসময় উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলফাজ উদ্দিন বিশ্বাস, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়াহিদ সাদিক বকুল, সিনিয়র সভাপতি আলমগীর হোসেন আলম, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমেদ হান্নান সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মেম্বার ঝিনাইদহ জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহানেওয়াজ সুমন, আবু বক্কর ঝন্টু, সিনিয়র সভাপতি যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাটাবাড়িয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে শ্রী নির্মল বিশ্বাস বলেন, তারা পাশে আছে। সেজন্য আমরা খুশি। নিশ্চিন্তে সবাই ঘুমাতে পারব।
সংখ্যালঘুদের প্রতিনিধি সন্তোষ মেম্বার বলেন, সারাদেশের অনেক জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হওয়ায় সকলে ভয়ে আছে। হলিধানী ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠন আমাদের পাশে থাকায় আমরা বর্তমান সংখ্যা মুক্ত।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ