জনাব হাফিজ মাছুম আহমদ দুধরচকী লেখক,গবেষকের উদ্দেশ্যে আমার সামান্য লিখা! জনাব সালাম নিবেন! আশাকরি ভাল আছেন! আপনার অতি মূল্যবান লিখাদেখলে খুশি মনে নানান ব্যাস্ততা সত্যেও পাঠ করে অনেক জানি,বুঝি,শিখি, মহান আল্লাহর শুকুর আদায় করতে যেয়ে মহানবীর হাদিস অনুযায়ী আপনার মূল্যবান লিখনীর শুকুর জ্ঞাপন করি! এরই সাথে মহান আল্লাহর দরবারে আপনার নেক হায়াত লাভের জন্য দোয়া করি, যেন দীঘ” জীবন লাভ করেন! আমিন! একজন খ্যাত নামা লেখক , গবেষক আলীমে দ্বীন ইহকালিন পরকালীন জীবনে জাতির কল্যাণে নিবেদিত এক উজ্জ্বল নক্ষএ! আমার চিনতায় তাদের মধ্যে আপনিও ১ জন! আজ আসহাফে কাহাফ এর ইতিহাস নিয়ে যা লিখেছেন, সেটা চিরন্তন সত্য! তবে যাকে সাহায্য করতে এ বিষয় টা ইতি মধ্যে আপনার মূল্যবান লিখনীতে নিয়ে এসেছেন, উনার উদ্দেশ্য আর আপনার মহান উদ্দেশ্যের মধ্যে অনেক ও মিল! আপনে সত্য টাকে কোরআন হাদিসের সটিক বর্ণনা” নুযায়ী সত্য হিসাবে সাদকায় জারিয়া হিসেবে জাতির নিকট তুলে ধরেছেন, এটার সটিক সাওয়াভ যত দিন Face book বেচে থাকবে, ততদিন আপনার নামায় আমলে জারি থাকবে! (আলহাদিস) তবে সত্য বলতে গেলে হয়তো গলায় কাটা লাগবে? ইদানিং কিছু মানুষ নিজের উপকারে অতি আবেগী হয়ে নিজের বিবেক কে পরিহার করে আল্লাহর এক মকবুল ওলীকে এবং দেশের খ্যাত নামা পরিবার সমুহের মধ্যে একটি উলামায়ে কেরাম দের পরিবার কে সমালোচনায় নিয়ে যেথে মিডিয়াতে মেথে উটেছেন! এটার দবারা সামান্য হলেও তাদের উদ্দেশ্য হাসিল হবেনা! তবে ঐগুলো মিডিয়াতে দেখে কিছু অবুঝ মানুষ ঐ মহান পরিবার কে নিয়ে নানান সমালোচনা করে, যারা অতি আবেগে নিজের বিবেক কে পরিহার করে যাতা বলেন, তাদের কে নিয়ে নানান সমালোচনা করেন! এতে রাত পূহালে এটা সমালোচক ও বিবেক হীন লোকের ক্ষতি! ঐ মহান পরিবারের নূন্যতম ক্ষতি হবেনা! তাদের ইজ্জতটা মহান আল্লাহর পক্ষ হতে অনেক আগে দেয়া হয়েছে! তবে আমার বা কারো অমূল্যক কথার দবারা উপমহাদেশের খ্যাত নামা মরহুম এক মহান ওলীকে নিয়ে নানান সমালোচনা হবে? সেটা জাতি কোন ভাবেই দেখতে চায় না! সে জন্য আমি আপনে একজন লেখক হিসাবে অনুরোধ করব তারা যেন নিজের লাভের জন্য মিডিয়াতে অতি আবেগে যা তা লিখে বলে ঐ মহান ওলীর রূহী অভিশাপ লাভ করে নিজেদের ক্ষতির কারণ না হোন,এ ব্যাপার সামান্য কিছু হলেও আপনে লিখে বা ভিডিও করে বাধিত করবেন! ভাল থাকেন, সুস্থ থাকেন, আপনার সূভ কামনায় দ্বীনি ভাই হাফিজ মাওলানা আব্দুল ওয়াকিল আমেরিকা!
লেখক: হাফিজ, মাওলানা, মোঃ আব্দুল ওয়াকিল, এম.এম. এম.এ. Ist Part, Islamic Studies, Exclusive Teacher, Charter Schools, Paterson, Newjersey, United States of America.
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ