মন্জুরুল আহসান শামীম স্টাফ রিপোর্টারঃ
হারাগাছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় হারাগাছ পৌর ভবনের সামনে সংস্থার নতুন কার্যালয় উদ্বোধন ও দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার রংপুর বিভাগীয় সভাপতি আমিনা বেগম রিপা,
মানবাধিকার কর্মী জাহাঙ্গীর কবির তৈয়ব এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সাধারণ সম্পাদক মমিনা খাতুন লিলি, হারাগাছ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু,সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম,আব্দুল হাকিম বিশ্বাস,বক্তব্য রাখেন নুর মোহাম্মদ মিয়া,কামরুজ্জামান,মশিয়ার রহমান, জহুরুল হক প্রমূখ।
বক্তারা বলেন দেশে বিদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শহর গ্রাম পাড়া মহল্লায় নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। মাদকে জড়িয়ে পড়েছে এলাকার তরুণ প্রজন্ম, এদের ফেরাতে মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আইনী সহায়তা প্রদান করছে।
দ্বি-বার্ষিক কাউন্সিলে জাহাঙ্গীর কবির তৈয়ব কে সভাপতি, নুর মোহাম্মদ মিয়া কে কার্য নির্বাহী সভাপতি, কামরুজ্জামান কে সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ কে সাংগঠনিক সচিব,মোফাখায়রুল ইসলাম বাবু কে অর্থ বিষয়ক সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা হারাগাছ পৌর শাখার দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ