মহসিন আলম মুহিন
কখন যে হারিয়ে ফেলেছি তোমায়, বুঝতে পারিনি হায় হায়।।
কাঁদায় আটকে গেছে পাদুকা, অথচ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছি পা।।
অদ্ভুত বসন্ত কেড়ে নিয়েছে অবুঝ প্রেম, জ্যোৎস্নারা যেন ঘুমিয়ে পড়েছে-মেঘের কোলে।।
কপোত-কপোতীরা ডানা ঝাঁপটিয়ে ভুবন মাতায়,
আবার কখনও পথ হারিয়ে সাথী হারায়।।
নাগ-মণি কেড়ে নিলে সাপুড়ে নরাধম, নাগ কন্যা বিরহ যন্ত্রণায় পোড়ে বিষম।।
মেঘ বালিকারা হারিয়ে যায় অশ্রু জলে, আশারা ভিজে গড়িয়ে পড়ে মাটির কোলে।।
তবুও কত পাখিরা ভোরে বের হয় সন্ধ্যায় ফেরে নীড়ে ,
কিন্তু, তুমি সেই যে গেলে ফিরলে না মনের ঘরে।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯