স্টাফ রিপোর্টার: হঠাৎ হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসার খোঁজ—খবর নিলেন নেত্রকোণা—১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান তিনি।
এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসার সার্বিক খোঁজ—খবর নেন। ভর্তি থাকা কিছু রোগীকে আর্থিকভাবে সহায়তা করেন তিনি। সেবার মান বৃদ্ধির জন্য হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। কোন রোগী যাতে হয়রানির স্বীকার না হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। হাসপাতালের বিভিন্ন সমস্যাদি চিকিৎসকরা সংসদ সদস্যকে বলেন। হাসপাতালের যেসব সমস্যা তা দূর করে উন্নত চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা করার জন্য যা কিছু করণীয় তা করা হবে বলে জানান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।