ইউসুফ আলী জুলহাস।। বরিশালের হিজলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল আটটা থেকে টানা চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলছে। এতে স্থানীয় সাংসদ পংকজ নাথ অনুসারী চেয়ারম্যান পদে রাজু, ভাইস চেয়ারম্যান পদে সুলাইমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমা পরাজিত হয়।
সংরক্ষিত মহিলা আসনের এমপি ডা. শামীম আহমেদ অনুসারী চেয়ারম্যান প্রার্থী আলতাফ মাহমুদ দিপু, ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম মাহিম ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইসলাম তুহিন বিজয় লাভ করেন।
নব নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলতাফ মাহমুদ দিপু, ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মাহিম ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাব মাহমুদ দিপু ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ২৫২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম রাজু পেয়েছে ২২ হাজার ৬৬২ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হিজলা গৌরবদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এর ছেলে সাইদুল ইসলাম মাহিম ১৫ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী কামরুজ্জামান সাইলু পেয়েছে ৯ হাজার ১৫৬ ভোট ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ এর মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন পেয়েছে ৩২ হাজার ৮১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা বেগম পেয়েছে ১৬ হাজার ৩৯১ ভোট।
পংকজ নাথ অনুসারীদের প্রার্থীদের কেন ভরাডুবি এমন প্রশ্নের উত্তরে স্থানীয় কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীদের অবমূল্যায়ন করার ফসল স্বরূপ। এছাড়াও পংকজ অনুসারী চেয়ারম্যান প্রার্থীর জুনিয়র হওয়ায় অনেক আওয়ামী লীগ নেতারা গুরুত্বপূর্ণ এই পদের জন্য প্রার্থীকে মেনে না নিতে পারে নাই। যার কারণেই ভরাডুবি।
এছাড়াও নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু দীর্ঘ ছয় মাস যাবত বিরত হীন ভাবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রত্যেক এলাকার সকল শ্রেণীর পেশার নেতৃবৃন্দ একত্র করে গণসংযোগ চালিয়েছে।
আর অন্য প্রার্থীরা অনেকেই প্রতীক পাওয়ার পরে গণসংযোগে নেমেছে।
যার কারণে ঘোড়া মার্কার প্রতীকের গণজোয়ার উঠেছিল সেই গণজোয়ার ও সাধারণ মানুষের ভোট বিপ্লবের মধ্য দিয়ে আলতাফ মাহমুদ দিপু নির্বাচন হয়েছে।
এদিকে নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু বলে তিনি তার মায়ের দোয়া নিয়ে ভোটযুদ্ধে নেমেছে। মায়ের দোয়ার চেয়ে বড় কোন শক্তি নেই