ইউসুফ আলী জুলহাস।
দ্বিতীয় দফায় বরিশালের হিজলা উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ হয়। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে ভোট হয়েছে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই।
রিটার্নিং কর্মকর্তা বলেন, হিজলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম রাজু ঢালী চিংড়ি মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৬৬২ ভোট।