দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা: শান্তি ও সম্প্রীতির জেলা নেত্রকোনায় হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে জেলার সকল ধর্ম বর্ণ ও গোত্রের লোকজনকে নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ আগস্ট সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখা এই শান্তি সমাবেশের আয়োজন করে।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মানিক তালুকদার, মনুজ সরকার। সমাবেশে আরো উপস্থিত ছিলেন দীপক সরকার সাবেক সভাপতি পৌর কল্যাণ ফ্রন্ট, মহাদেব পাল, সুমন সরকার, লিপটন পাল, আনিসুল হক খান, যুবদল নেতা সৈকত, পৌর যুবদলের আহ্বায়ক মোকাম্মেল হক রানা, নিরঞ্জন হাজং, ওয়ালসেং, রুমা মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের সকল বর্ণের, সকল গোত্রের লোকজন শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ