মোঃ শাহেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার:
শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা ১১ দিনের ছুটি পাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৯ অক্টোবর থেকে এ ছুটি শুরু হবে এবং চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। তবে ১৮ ও ১৯ অক্টোবর শুক্র ও শনিবার থাকায়, শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে ২০ অক্টোবর।
এই ছুটির মধ্যে ১৩ অক্টোবর বিজয়া দশমীর ছুটি, ১৫ অক্টোবর ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এবং ১৬ অক্টোবর লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
অন্যদিকে, সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটিসহ মোট তিন দিনের টানা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটি পালন করা হবে। তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, সেগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি ঘোষণা করবে।